ডায়বেটিসের পূর্ব ৫ টি লক্ষ্মণ এক নজরে দেখে নিন
![]() |
| ডায়বেটিসের পূর্ব ৫ টি লক্ষ্মণ এক নজরে দেখে নিন |
আজকের দিনে ডায়বেটিস একটি আন্যতম রোগ। যদি আমরা সমাজের দিকে লক্ষ করি তাহলে আমরা দেখতে পায় যে প্রায় সকল ঘরে ঘরে ডায়াবেটিস রোগী রয়েছে।রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে ডায়বেটিস রোগের স্বীকার হয় আমরা।ইনসুলিন হোরমনের উৎপাদন রক্তে কমে গেলে ডায়বেটিস জঁাকিয়ে বসে শরীর।
******ডায়বেটিস খুব কম বয়সে হতে পারে।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর কর।
******ডায়বেটিস সাধারনত চল্লিশের কোঠা পেরোনের পর হয়ে থাক।
২০১৩ সালের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষ ডায়বেটিস রোগে আক্রান্ত।
ডায়বেটিস নেই তবুও শরীরে বাসা বাঁধতে পারে,চিনে নিন লক্ষন গুলো
কোন কাজে মন বসছে না, ভালো লাগছে না, শরীর ম্যাজ ম্যাজ লাগছে,আসার লাগে,ক্লান্তি রোধ হয়,বেশি বেশি ঘুম পায়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়,কাজে গতি আসেনা।এগুলোর কনটি আপনার বেশি হয়।যদি এগুলো আপনার সাথে প্রতিদিন ঘটে তাহলে বুঝতে হবে আপনার শরীরে আস্তে আস্তে ব্লাড শুগার ঢুকে পড়ছে।
ডায়বেটিস এর নানা পূর্ব লক্ষ্মণ এক নজরে দেখে নিন:-
![]() |
| অতিরিক্ত তৃষ্ণা |
১।অতিরিক্ত তৃষ্ণা : ডায়বেটিস এ আক্রান্ত হলে লক্ষ করবেন আপনার গলা প্রায় শুকিয়ে আসছে।এর কারন প্রস্রাবের সময়ে শরীরে থাকা পানি বেশি বেরিয়ে যাওয়ায় তেষ্টা পায়।
![]() |
| ঘনঘন প্রস্রাব পাওয়া |
২।ঘনঘন প্রস্রাব পাওয়াঃযদি দেখেন দিনের মধ্যে বারেবারে আপনাকে বাথরুম যেতে হচ্ছে প্রস্রাবের জন্য তাহলে সাবধান হোন।
![]() |
| খিদে বেড়ে যাওয়া |
৩।খিদে বেড়ে যাওয়াঃহঠাৎ করে লক্ষ করছেন যে আপনার খিদে দিনে বেড়ে যাচ্ছে।এটি ডায়াবেটিস এর প্রথমিক লক্ষন।
![]() |
| মুখ শুকিয়ে যাওয়া |
৪।মুখ শুকিয়ে যাওয়াঃ মধুমেয় রোগে মুখের ভিতরের অংশ শুকিয়ে যায়।শুকনো মুখের ফলে দঁাত ও মাড়ির সমস্যা হয়।
![]() |
| ওজন কমা বা বেড়ে যাওয়া |
৫।ওজন কমা বা বেড়ে যাওয়াঃকোন ও কারন ছাড়াই যদি দেখেন ওজন কমে গিয়েছে বা বেড়েছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
এই লক্ষ্মণ গুলো যদি আপনি আপনার মধ্যে লক্ষ করেন তাহলে আবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের কাছে থেকে পরামর্শ গ্রহন করুন।






Comments
Post a Comment