নভেল করনা ভাইরাস কি?করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ
![]() |
| নভেল করনা ভাইরাস কি?করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ |
নভেল করোনাভাইরাস হলো কোরনা ভাইরাসের এক নতুন প্রজাতি।
নভেল করোনাভাইরাসের মাধ্যমে সৃষ্ট এই রোগটি প্রথম চীনের উহানে চিহ্নিত হয়েছি। তখন থেকেই রোগটির নাম করা হয়েছিল করোনাভাইরাস রোগ ২০১৯।করোনা থেকে "কো",ভাইরাস থেকে ভি এবং ডিজিজ বা রোগ থেকে ডি নিয়ে এর সংক্ষিপ্ত নাম করণ করা হয়। আগে এই রোগকে ২০১৯ নভেল করোনাভাইরাস বা ২০১৯- এনসিওভি বলা হতো।
কোভিড ১৯ হলো একটি নতুন ভাইরাস যা অতীতের সার্সা ভাইরাস এবং কয়েক ধরনের সাধারন সর্দি জ্বর জাতীয় ভাইরাসের পরিবারভুক্ত।
করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগকে এখন বৈশ্বিক মহামারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
![]() |
| নভেল করনা ভাইরাস কি?করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ |
মানুষ থেকে মানুষের দেহে এই ভাইরাস কিভাবে ছড়ায় সে বিষয় এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারননি স্বাস্থ্য বিশেষঙ্গরা।তবে সাধারন কিছু সাবধানতার অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা।
![]() |
| নভেল করনা ভাইরাস কি?করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ |
১.গনপরিবহন
গণপরিবহন এড়িয়ে চলা কিংবা সর্তকতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।বাস ট্রেন কিংবা অন্য যে কোন ধরনের পরিবহনের হাতল কিংবা আসনে করোনা ভাইরাস থাকতে পারে।এই জন্য গণপরিবহন থেকে এড়িয়ে চলতে হবে।
২. কর্মক্ষেত্রে
অফিসে একই ডেস্কে এবং কম্পিউটার ব্যবহার করলেও ভাইরাস সংক্রমণ ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন হঁাচি কাশি থেকে কোরনা ভাইরাসছড়ায়।যেকোন জায়গায় করোনাভাইরাস কয়েক ঘন্টা , এমনকি কয়েকদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।অফিস ডেস্কে বসার আগে কম্পিউটার এবং মাউস পরিষ্কার করে নি।
৩.জনসমাগমস্থল
যেসব জায়গায় মানুষ বেশি জড়ো হয় সেসব স্থান এড়িয়ে চলা কিংবা বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষঞ্জরা।
৪.ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান
বাংলাদেশে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে যখন গ্রাহকরা যায় তখন একটি কলম ব্যবহার করেন।করোনা ভাইরাস আক্রান্ত কোন ব্যাক্তি যদি সে কলম ব্যবহার করে তাহলে পরবর্তী ব্যাবহারকারীদের
ও করোনা সংক্রমণের ঝুঁকি থাকে। সেজন্য নিজের কলম আলাদা করে রাখতে পারেন।এতে সংক্রমণের ঝুঁকি কমবে।
৫. লিফট
ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে আরেকটি জায়গা হতে বাড়ি কিংবা আফিসের লিফট। লিফট ব্যবহারের সময় নির্ধারিত ফ্লোরে যাবার জন্য লিফটের বাটন আনেকে ব্যবহার করছেন।তাই আমাদের সবাইকে লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
সবকিছুর মূলকথা নিজেকে পরিষ্কার রাখা। হাত না ধুয়ে নিজের মুখোমন্ডলে স্পর্শ করবেন না।



Comments
Post a Comment