চোখে অঞ্জনি, যেভাবে মিলবে সমাধান
![]() |
চোখে অঞ্জনি, যেভাবে মিলবে সমাধান |
চোখ আমাদের অনেক মূল্যবান সম্পদ।চোখ না থাকলে আমরা এই অপরূপ সুন্দর পৃথিবীর সূন্দোর্যো দেখতে পেতাম না। চোখ ব্যাতিত আমরা আচল। তই চোখের প্রতি বরাবরি আমরা আনেক যত্নবান হয়ে থাকি।
কিন্তু চোখে আনেক সময় ছোট বড় রোগ হয়ে থাকে। এরমধ্যে একটি রোগ হলো অঞ্জনি।
অঞ্জনি হলে চোখ লাল হয়ে যায়।সেই সাথে ফুলে ওঠে চোখের পাতা।চোখের পলক ফেলতে ও রোদে তাকাতেও সমস্যা দেখা দেয়। এই অঞ্জনি থেকে আঠালো পদার্থ বের হওয়াসহ নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়।
অঞ্জনি হলে আমদের যা যা করণিয় তা নিচে আলোচনা করা হলঃ
আলুর ব্যবহারঃ আলু ব্যবহার করে অঞ্জনি সমস্যায় কিছুটা শান্তি মিলতে পারে।আলুর খোসা ছাড়িয়ে গোল করে কেটে আক্রান্ত চোখে লাগিয়ে রাখুন। এর ফলে চোখের ফোলা কমে যাবে এবং আরামদায়ক মনে হবে।
![]() |
চোখে অঞ্জনি, যেভাবে মিলবে সমাধান |
সবুজ চায়ের ব্যবহারঃ হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখুন সবুজ টি-ব্যাগ।পরে তা চোখের আক্রান্ত স্থানে ধোরলে অঞ্জনির ভেতরের পদার্থ নরম ও তরল হয়ে যাবে।ফলে কমবে চোখের ব্যাথা।
![]() |
| চোখে অঞ্জনি, যেভাবে মিলবে সমাধান |
বরিক পাউডার ব্যবহারঃ আধা চা চামচ পরিমাণ বরিক পাউডার দিয়ে আক্রান্ত চোখে সেঁক দিলে দুই থেকে তিন দিন ব্যাথা কমার সাথে সাথে ফোলাভাব কমে যাবে।
চোখে অঞ্জনি নিয়ে বাইরে বের হওয়ার সময় চোখ চুলকানো থেকে বিরত থাকু। আর খেয়াল রাখবেন যেন অঞ্জনিতে চাপ না পড়ে।এই অবস্থায় বাইরে বের হতে হলে সানগ্লাস ব্যবহার করতে ভুলবেন না।



Comments
Post a Comment