চোখের জ্বালা পোড়ায় করণীয়







চোখ আমাদের একটি  মূল্যবান বস্তু। চোখ ছাড়া  আমরা পৃথিবীর কিছু দেখতে পেতাম না । তাই আমাদের চোখের প্রতি যত্নবান হতে হবে। চোখের ছোট বড়  যেকোন
সমস্যা সঙ্গে সঙ্গে ডাক্তার এর পরামর্শ  নিতে হবে।

চোখের সমস্যা  ছোট বড় সবার হতে পারে। কিন্তু কৈশোরে চোখের সমস্যা বেশি দেখা যায়।আবহেলা না করে সাস্থবিধি মানে চলুন।


চোখের  জ্বালা পোড়া একটি  আন্যতম সমস্যা । এই সমস্যা হওয়ার কারণ প্রতিকার নিচে আলোচনা করা হলঃ

কারন কি ঃ


  • চোখের পানি শুকিয়ে যাওয়া ।
  • চোখের  অ্যালার্জি
  • বাত রোগ
  • চোখের পাপড়ির গড়ায় প্রদাহ
  • চোখের কালো  মনিতে ভাইরাস সংক্রমণ
  • ঘুমের সময় চোখ বন্ধ না হওয়ায়
  • কালো ধোয়া, ধুলা-বালি চোখে পরলে
  • চোখে রাসয়নিক জাতীয় কিছু পরলে



চোখের  জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে আমাদের করণীয়ঃ


  • রাস্তাঘাটের কালো ধোয়া ও ধুলাবালি থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যাবহার ক্রুন।


  • চোখের পানি কমে গেলে দেরি না করে চিকিৎসকের কাছে পরামর্শ করে চোখে ড্রোপ ব্যবহার ক্রুন।


  • চোখের পানি শুকিয়ে যাওয়ার কারন যেমন—বাতরোগ, শোগ্রেন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসা করতে হবে।


  • চোখে রাসয়নিক জাতীয় কিছু পরলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং
            চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


  • চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।


  • চিকিৎসকের পরামর্শে চোখের অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস সংক্রমণের চিকিৎসা করাতে হবে।



Comments

Popular posts from this blog

কিভাবে খুব দ্রুত ১০ কেজি ওজন কমাবেন।

শরীরের ওজন কমানোর উপায় বা ওজন কমাতে আদার ভূমিকা